ঈদগাঁওয়ে গণডাকাতি, মসজিদের ইমাম অপহরণ

কক্সবাজারের ঈদগাঁও-ঈদগড় সড়কে সশস্ত্র ডাকাত দল অপহরণ করেছে মৌলানা মিজানুর রহমান আজিজী (৩০) নামের মসজিদের ইমামকে।
মঙ্গলবার (২৫ মার্চ) সকাল আটটার দিকে সড়কের ঈদগাঁও অংশের হিমছড়ি ঢালায় এ ঘটনা ঘটে।
অপহৃত ব্যক্তি রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের ৫ নং ওয়ার্ড কাটা জঙ্গল এলাকার মসজিদের ইমাম ও বড় বিল এবতেদায়ী নূরানী মাদ্রাসার প্রধান শিক্ষক। সে একই এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে।
ঈদগড় জামায়াত নেতা বনি আমিন ও আবুল কাশেম জানান, অপহৃত ইমাম তার শ্বশুরের মৃত্যু সংবাদ পেয়ে সিএনজি যোগে ঈদগাঁও যাওয়ার পথে সশস্ত্র ডাকাত দলের কবলে পড়েন।
এ সময় ডাকাতরা ফাঁকা গুলি বর্ষণ করে যাত্রীদের সর্বস্ব লুট করে নিয়ে নেয় এবং ইমামকে অস্ত্রের মুখে জিম্মি করে বনের দিকে নিয়ে যায়। এ ঘটনার আগে একই স্থানে ৩/৪ টি যাত্রীবাহী টমটমও ডাকাতির শিকার হয়।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি এরকম সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ দল পাঠিয়েছেন বলে জানান তিনি।
উল্লেখ্য,গত ২৪ মার্চ বিকাল পাঁচটার দিকে সড়কের ঈদগড়-বাইশারি করলিয়ামোরা থেকে প্রকাশ্যে গুলি বর্ষণ করে গাড়ি থেকে মহিষ লুট করে সশস্ত্র ডাকাত দল।
এর আগে বিগত ২৩ ফেব্রুয়ারি ঈদগাঁও হিমছড়ি ঢালা থেকে এক গরু ব্যবসায়ী অপহরণের শিকার হয় এবং পরে মুক্তিপণের বিনিময়ে ফিরে আসে।
এ সড়ক দিয়ে যাতায়াতকারী বিশাল জনগোষ্ঠী অব্যাহত অপহরণ ও ডাকাতির জন্য প্রশাসনের নিষ্ক্রিয়তাকে দায়ী করেন।