পুলিশ সুপারের জরুরি হস্তক্ষেপ কামনা

ঈদগাঁওয়ে গরু ডাকাতি থামছে না

fec-image

প্রায় প্রতি রাতেই ঘটছে কক্সবাজারের ঈদগাঁওয়ে গরু ডাকাতির ঘটনা। ২০ জুন শুক্রবার সদর ইউনিয়নের উত্তর মাইজপাড়া থেকে ভোর রাতে সশস্ত্র ডাকাতদল অস্ত্রের মুখে জিম্মি করে সেতু তৈরির মালামাল ও তিনটি গরু লুট করেছে । উপজেলার আতঙ্কিত জনগণ আইন শৃংখলার উন্নয়নে জেলা পুলিশ সুপারের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

স্থানীয়রা জানান, ভোররাতে মুখোশধারী সশস্ত্র ডাকাতদল উক্ত এলাকায় নির্মিতব্য সেতুর ঘুমন্ত শ্রমিকদের অস্ত্রের মুখে জিম্মি করে নির্মাণ সামগ্রি লুট করে। একই সময়ে সাজ্জাদদের বসতঘরের গোয়াল ঘর থেকে তিনটি গরু লুট করে গাড়িযোগে পালিয়ে যায়।

ঈদগাঁও থানার সেকেন্ড অফিসার আছাদুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি এ ঘটনা জেনেছেন বলে জানান। এর আগের দিন ১৯ জুন ভোররাতেও একই ইউপির সাতঘরিয়া পাড়া থেকে সশস্ত্র ডাকাতদল ছয়টি গরু লুট করে।
এর আগে গত ১৬ জুন সকালে একই ইউপির ঈদগাঁও-ঈদগড় সড়কে গণডাকাতির পর স্কুলছাত্রসহ তিন যাত্রীকে অপহরণ করে সশস্ত্র ডাকাতদল পরে মুক্তিপণের বিনিময়ে ছেড়ে দেয়।

এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি দিন দিন অবনতি হচ্ছে। উপজেলার আতঙ্কিত জনগণ আইন শৃংখলার উন্নয়নে বর্তমান থানা প্রশাসনের বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে জেলা পুলিশ সুপারের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ঈদগাঁও
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন