ঈদগাঁওয়ে প্রতিপক্ষের গুলিতে এক বৃদ্ধ নিহত


কক্সবাজার ঈদগাঁওয়ে জায়গা বিরোধের জেরে প্রতিপক্ষের গুলিতে হাবিবুল হুদা চৌধুরী প্রকাশ ভিসিআর কালু (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছে।এতে অন্তত আরো ছয়জন আহত হয়েছে।
১৪ মার্চ (শুক্রবার) রাত পৌনে দশটার দিকে উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের সিকদার পাড়ায় এ ঘটনা ঘটে
নিহত ব্যক্তি এলাকার মৃত শামসুল হুদা চৌধুরীর পুত্র।
নিহতের পুত্র এড. আবিদুল হুদা জানান, ইসলামাবাদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আবদুর রাজ্জাকের ভাইয়ের সাথে জায়গা বিরোধের জেরেই শুক্রবার বিকেলে তাদের উপর হামলা করে চেয়ারম্যান ও তার লোকজন।এতে সে-সহ তিনজন আহত হয় এবং হাসপাতালে ভর্তি হয়।রাতে শুনতে পান বাড়িতে পুনরায় আক্রমণ করেছে। এতে নারী পুরুষসহ কয়েকজন গুলিবিদ্ধ হয় এবং মূমূর্ষ অবস্থায় তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে আনা হলে চিকিৎসক তার বাবাকে মৃত ঘোষণা করেন।
এদিকে জুলাই অভ্যুত্থানে ঈদগাঁওয়ের ছাত্র প্রতিনিধি সাজিদের পিতা হত্যার প্রতিবাদে গভীর রাতে কক্সবাজার শহরে বিক্ষোভ করেছেন জেলার ছাত্র প্রতিনিধিরা।
এদিকে প্রতিপক্ষের রিদওয়ানুলের সাথে কথা হলে জানান, হাবিবুল হুদা গং শুক্রবার দুপুরে পুলিশের উপস্থিতিতে জায়গাটি দখলের চেষ্টা করে।এতে তার ভাই সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বাঁধা দিলে পুলিশের সামনে তাকে হাতুড়ি পেটা করে।পরে সে সদর হাসপাতালে ভর্তি হয়। এর জেরে রাতে পুনরায় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। পরে জেনেছেন হাবিবুল হুদা চৌধুরী গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে মারা গেছেন।
ইসলামাবাদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান নুরুল ইসলাম জানন, সংঘর্ষ ও নিহতের ঘটনা ঘটছে।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ: মশিউর রহমান জানান, জায়গা বিরোধের জেরে এই হত্যাকান্ড ঘটেছে। রিপোর্ট লেখা পর্যন্ত মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে রয়েছে। হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
3 Attachments
• Scanned by Gmail