ঈদগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে মোটরসাইকেল আরোহী নিহত

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার মাইজপাড়া-পালাকাটা রেল ক্রসিংয়ে মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে।
রবিবার (৬ এপ্রিল) দুপুর দুইটার দিকে ট্রেনে কাটা পড়ে পঞ্চাশোর্ধ মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে।
প্রত্যক্ষদর্শী মাষ্টার হারুন বিন কবির জানান, কক্সবাজারমুখী ট্রেনটি উক্ত ক্রসিং অতিক্রম কালে রেলওয়ের গেটম্যান ক্রসিংয়ে উপস্থিত ছিলনা। অপরদিকে ট্রেনটির সতর্ক হুইসেলও বাজানো হয়নি।যার কারণে ক্রসিং এর উভয় পাশ দিয়ে ছোট বড় যানবাহন ও পথচারী পারাপার করছিল।
এমন সময় আচমকা ট্রেনটি ক্রসিং অতিক্রম কালে ঈদগাঁও থেকে চৌফলদণ্ডীমুখি মোটরসাইকেলটি ট্রেনে কাটা পড়ে।এতে আরোহী ঘটনাস্থলেই নিহত হয় এবং তার মাথার মগজ চারদিকে ছড়িয়ে যায়।তবে প্রাথমিক পরিচয়ে নিহত ব্যক্তি পাশ্ববর্তী চকরিয়া উপজেলার বাসিন্দা এবং একজন শৈল্য চিকিৎসক বলে জানা গেছে।
ঈদগাঁও ইসলামাবাদ রেল স্টেশন মাস্টার আবদুল কাইয়ুম দূর্ঘটনায় নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন, কক্সবাজারমুখি পর্যটক এক্সপ্রেস ৮১৬ নং ট্রেনটি দুইটা দশ মিনিটে ইসলামাবাদ স্টেশন অতিক্রমর পর এ দূর্ঘটনা হয় এবং ঘটনাস্থলে জিআরপি,কক্সবাজার এর ভারপ্রাপ্ত(ওসি) শাহজালাল যাচ্ছেন জানান।
স্থানীয়দের অভিযোগ ,ক্রসিং গেটম্যান মাদকাসক্ত ব্যক্তি,সে প্রায় সময় দায়িত্ব অবহেলা করে। তার কারণে এ দূর্ঘটনা এবং ঘটনার পরপর জনরোষের ভয়ে ক্রসিং অফিস থেকে সে পালিয়ে যায়।