ঈদগাঁওয়ে থানা থেকে লুটকৃত অস্ত্র উদ্ধার


কক্সবাজারের ঈদগাঁওয়ে থানা থেকে লুটকৃত অস্ত্র ও সরঞ্জামাদি উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ এপ্রিল ) রাত সোয়া ১২ টার দিকে ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের পশ্চিম গজালিয়া ব্রিজ এলাকা থেকে এসব উদ্ধার হয়।
থানা পুলিশ সূত্রে জানা যায়, এক পথচারীর দেয়া তথ্যের ভিত্তিতে ৮ নং ওয়ার্ড ইউপি সদস্য নাঈমুল ইসলাম থানা পুলিশকে উক্ত স্থানে একটি বস্তা পড়ে আছে জানান। এতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মছিউর রহমানের নেতৃত্বে পুলিশ দল পৌঁছে উক্ত ব্রিজের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় মুখ বন্ধ একটি বস্তা উদ্ধার করেন।পরে খুলে দেখতে পান অস্ত্রসহ পুলিশের ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম রয়েছে। যার মধ্যে রয়েছে দুই নলা একটি পাবলিক বন্দুক, হেলার, সেলুটি, গামবুট, রাইফেল সিলিং, গ্যাস মাস্ক ও ল্যাক গাড।
ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ মছিউর রহমান পরিত্যক্ত অবস্থায় বস্তা ভর্তি অস্ত্র ও সরঞ্জামাদি উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত সরঞ্জামাদি পুলিশই ব্যবহার করে এবং একনলা বন্দুকটি পাবলিকের। তিনি ধারণা করছেন,যেহেতু ৫ আগস্ট ঈদগাঁও থানা লুট হয়েছিল,সেহেতু এসব ঐ লুটকৃত মালামাল হতে পারে। তিনি আরো বলেন, থানা লুটের বিষয়ে তখন যে আইনি ব্যবস্থা নেয়া হয়েছিল তা তদন্ত করলে প্রকৃত তথ্য জানা যাবে।
উল্লেখ্য, জুলাই অভ্যুত্থানের ৫ আগস্ট পুলিশের গুলিতে ঈদগাঁও থানার সামনে অসংখ্য বিক্ষোভকারী আহত হলে বিক্ষুব্ধ জনতা থানায় হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করেছিল। পরে গুলিতে আহত নুরুল মোস্তফা নামে এক বিক্ষোভকারী নিহতও হয়েছিল।