ঈদগাঁওয়ে দুই দিনমজুরের বসতঘর পুড়ে ছাই

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় দুই দিনমজুরের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।মঙ্গলবার (৮ এপ্রিল ) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার জালালাবাদ ইউনিয়নের বাহারছড়ায় এ দুর্ঘটনা ঘটে।স্থানীয় ইউপি সদস্য নেজাম উদ্দিন জানান, এলাকার দুই দিনমজুর সৈয়দ আলম বান্ডু ও মোহাম্মদ ইসলামের দুই বসতঘর আকস্মিকভাবে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। পরিবারের সদস্যরা কোনরকম প্রাণে রক্ষা পেলেও দুই দিনমজুরের তিলে তিলে গড়ে তোলা বসতঘর ও এতে থাকা সমস্ত আসবাব কাপড়-চোপড় সহ সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে। তবে আগুনের সূত্রপাত কোথা থেকে, কীভাবে হয়েছে, তা কেউ নিশ্চিত করতে পারেনি। এতে আনুমানিক সাত লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি হতে পারে বলে ক্ষতিগ্রস্ত পরিবারদ্বয় জানিয়েছে।ঘটনার পরপর সংবাদ পেয়ে পেয়ে ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মশিউর রহমান ও চেয়ারম্যান আলমগীর তাজ জনি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নগদ এক লক্ষ টাকা অর্থ সহায়তা দেন।
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন