ঈদগাঁওয়ে দুই যুবলীগ নেতা আটক
কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশ শফি আলম ও আবুল মনছুর নামের দুই যুবলীগ নেতাকে আটক করেছে। গত দুইদিন ধরে পৃথক অভিযানে এদের আটক করা হয়। আটক প্রথমজন ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের পালাকাটার জুনু মিয়ার ছেলে এবং অপরজন ইসলামাবাদ ইউনিয়নের ইউছুফেরখিল গ্রামের মৃত নুরুল হকের ছেলে।
ঈদগাঁও থানার ওসি মো. মছিউর রহমান জানান, আটককৃতদের মধ্যে শফিকে নিজ এলাকা এবং আবুল মনছুরকে ঈদগাঁও বাজার থেকে আটক করে কক্সবাজার সদর মডেল থানায় প্রেরণ করা হয়ছে।
ঘটনাপ্রবাহ: ঈদগাঁও, কক্সবাজারের
Facebook Comment