ঈদগাঁওয়ে নদীতে মাছ ধরতে নেমে শিশু নিখোঁজ


কক্সবাজারের ঈদগাঁওয়ে নদীতে মাছ ধরতে নেমে তামিম (১৪) নামের এক শিশু নিখোঁজ হয়েছে।
রবিবার (১৮ মে) বিকেল সাড়ে তিনটার দিকে ঈদগাঁও উপজেলার পোকখালী ইউপির ঈদগাঁও নদীর পূর্ব গোমাতলী বাংলাবাজার নদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ শিশু তামিম উক্ত এলাকার আবুল হাশেমের সন্তান।
স্থানীয় গণ্যমাধ্যম কর্মী আলা উদ্দিন জানান, বিকালে নদী পারাপার হতে গিয়ে সকালে হওয়া বৃষ্টির পাহাড়ী ঢল ও জোয়ারের পানির স্রোতে শিশুটি তলিয়ে যায়। কেউ কেউ বলছে মাছ ধরতে নেমে শিশু তামিম নিখোঁজ হয়েছে।
এ সংবাদ পেয়ে রামু দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করে চট্টগ্রাম আগ্রাবাদ ফায়ার সার্ভিস স্টেশনের ডুবুরি দলকে পাঠানোর অনুরোধ জানিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।
রিপোর্ট লেখা পর্যন্ত স্থানীয় যুবকরা সাঁতার কেটে এবং নদীতে জাল ফেলে শিশুটিকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। স্থানীয় ইউপি সদস্য আমান উল্লাহ মাছ ধরতে নেমে শিশু নিখোঁজের সত্যতা নিশ্চিত করেছেন।