ঈদগাঁওয়ে পুকুর থেকে তিন শিশু কন্যার লাশ উদ্ধার


কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের বাহারছড়া থেকে পানিতে ডোবা তিন শিশু কন্যার লাশ উদ্ধার করেছে স্থানীয়রা।
সোমবার(২৪ মার্চ) সন্ধ্যা সাতটার দিকে উক্ত এলাকার হাইস্সা খাল সংলগ্ন পুকুর থেকে এ লাশ তিনটি উদ্ধার হয়।
নিহত শিশু কন্যারা হচ্ছে উক্ত এলাকার জাফর আলমের কন্যা তসলিমা আক্তার ( ৮), মনজুর আলমের কন্যা মরিয়ম আক্তার (৮) ও ইউসুফ নবীর কন্যা আসমাউল হুসনা রিফা (৯)।
স্থানীয় ইউপি সদস্য নেজাম উদ্দিন ও মৌলভী হোসেন জানান, শিশু কন্যা তিনটি দুপুরের পর ঘর থেকে বের হয়। সন্ধ্যার পরও ঘরে না ফেরাতে এলাকায় খোঁজাখুঁজি শুরু হয়। কোথাও সন্ধান না পাওয়াতে উক্ত পুকুরে জাল পাতলে একের পর এক তিন শিশু কন্যার লাশের সন্ধান মিলে ।
সংবাদ পেয়ে ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান রাত আটটার দিকে ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সূরতহাল তৈরি করেন। তিনি আরো জানান, লাশের শরীরে কোন ক্ষত চিহ্ন নেই। পরিবারগুলো ঘটনাটি স্বাভাবিক দুর্ঘটনা বলে দাবি করছে। তারা বিনা ময়না তদন্তে লাশ দাফনের আবেদন করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।