ঈদগাঁওয়ে পৃথক দুর্ঘটনায় দুই শিশুর মরদেহ উদ্ধার


কক্সবাজারের ঈদগাঁওয়ে পৃথক দূর্ঘটনায় দুই শিশুর মরদেহ উদ্ধার হয়েছে।
সোমবার(১৯ মে) সকালে ও সন্ধ্যায় ঈদগাঁও উপজেলার পৃথক স্থান থেকে এ দুই মরদেহ উদ্ধার হয়।
প্রথম মরদেহ উদ্ধার হয় সোমবার সকাল সাড়ে সাতটায় উপজেলার ঈদগাঁও নদীর পোকখালী ইউপির পূর্ব গোমাতলীর বাংলা বাজার নদী এলাকার অদূরে নদীপাড় দোকান সংলগ্ন স্থান থেকে ।
উদ্ধারকৃত নিহত শিশু উক্ত এলাকার আবুল হাসেমের ছেলে আব্দুল্লাহ তাহের তামিম (১২)। নিখোঁজের দীর্ঘ ১৬ ঘন্টা পর তার মরদেহ উদ্ধার হয়।
নিহতের স্বজনরা জানান, গত রবিবার (১৮ মে) বিকালে নদীতে মাছ ধরতে গিয়ে শিশু আবদুল্লাহ তাহের তামিম নিখোঁজ হয়।
অপর মরদেহ উদ্ধার হয় সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ঈদগাঁও ইউপির মধ্যম ভাদিতলা খাল থেকে। উদ্ধারকৃত শিশু মরিয়ম (৩) ওই এলাকার ফরিদুল হকের কন্যা।
নিহতের স্বজনরা জানান, দুপুরের দিকে শিশুটি নিখোঁজ হয়। দীর্ঘ খোঁজাখুঁজির পর সন্ধ্যায় খালে তার লাশ পাওয়া যায়।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ: মছিউর রহমান উভয় মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, উভয় শিশু পানিতে ডুবে মারা গেছে,যা দু:খজনক।
নিহতদের মধ্যে প্রথম জনকে সকাল সাড়ে এগারোটায় এবং অপরজনকে রাতে দাফন করা হয়।