ঈদগাঁওয়ে বন্যায় ক্ষতিগ্রস্তদের জামায়াতের আর্থিক সহায়তা

fec-image

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (৫ জুন) বিকালে জালালাবাদ ইউপির মনজুর মৌলবীর দোকান এলাকার বন্যা কবলিত অর্ধশত মানুষের মাঝে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়।

এ সময় ঈদগাঁও উপজেলা জামায়াত আমির মাওলানা ছলিম উল্লাহ জিহাদির নেতৃত্বে কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শহিদুল আলম বাহাদুর,

জেলা জামায়াত এসিস্ট্যান্ট সেক্রেটারি ইসলামপুর চেয়ারম্যান মাওলানা দেলোয়ার হোছাইন, শ্রমিক কল্যাণ ফেডারেশন ঈদগাঁও উপজেলা সভাপতি তৈয়ব উদ্দিন, জালালাবাদ আমীর সোলাইমান মোর্শেদ ও সেক্রেটারি কামরুল হাসান বায়েজিদ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় সংসদ সদস্য প্রার্থী শহিদুল আলম বাহাদুর বলেন, দেশে কোরানের শাসন কায়েম হলে রাষ্ট্রীয়ভাবে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পুণর্বাসনে উদ্যোগ নিতে । তিনি আরো বলেন,অন্যকোনো আইন দিয়ে এটি সম্ভব নয়। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমরা চাই সকল বিত্ত্ববানরা ক্ষতিগ্রস্তদের পাশে এগিয়ে আসুক।

এসময় উপকারভোগীরা জামায়াতে ইসলামীর এ উদ্যোগে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ঈদগাঁও
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন