ঈদগাঁওয়ে বন্যায় ক্ষতিগ্রস্তদের জামায়াতের আর্থিক সহায়তা


কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার (৫ জুন) বিকালে জালালাবাদ ইউপির মনজুর মৌলবীর দোকান এলাকার বন্যা কবলিত অর্ধশত মানুষের মাঝে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এ সময় ঈদগাঁও উপজেলা জামায়াত আমির মাওলানা ছলিম উল্লাহ জিহাদির নেতৃত্বে কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শহিদুল আলম বাহাদুর,
জেলা জামায়াত এসিস্ট্যান্ট সেক্রেটারি ইসলামপুর চেয়ারম্যান মাওলানা দেলোয়ার হোছাইন, শ্রমিক কল্যাণ ফেডারেশন ঈদগাঁও উপজেলা সভাপতি তৈয়ব উদ্দিন, জালালাবাদ আমীর সোলাইমান মোর্শেদ ও সেক্রেটারি কামরুল হাসান বায়েজিদ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় সংসদ সদস্য প্রার্থী শহিদুল আলম বাহাদুর বলেন, দেশে কোরানের শাসন কায়েম হলে রাষ্ট্রীয়ভাবে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পুণর্বাসনে উদ্যোগ নিতে । তিনি আরো বলেন,অন্যকোনো আইন দিয়ে এটি সম্ভব নয়। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমরা চাই সকল বিত্ত্ববানরা ক্ষতিগ্রস্তদের পাশে এগিয়ে আসুক।
এসময় উপকারভোগীরা জামায়াতে ইসলামীর এ উদ্যোগে কৃতজ্ঞতা প্রকাশ করেন।