ঈদগাঁওয়ে মুসলিম নবজাতককে হিন্দু পরিবারে বিক্রির চেষ্টা


কক্সবাজারের ঈদগাঁওয়ে মুসলিম নবজাতককে হিন্দু পরিবারে বিক্রি চেষ্টায় জড়িত তিনজনকে আটক করেছে পুলিশ। ঘটনা পরবর্তী এলাকায় উত্তেজনা বিরাজ করছে। গত শনিবার (১১ মে) বিকালে ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের মধ্যম গজালিয়ায় এ ঘটনা ঘটে।
নবজাতকের মা তসলিমা আক্তার জানান, গত শুক্রবার (১০ মে) রাত ৯টার দিকে তার প্রসব বেদনা শুরু হয়। পরে ঘরেই সন্তান প্রসব হয়। পরদিন শনিবার (১১ মে) বিকেলে স্থানীয় পল্লী চিকিৎসক ভবেস দত্ত, মৃত আবুল খায়েরের ছেলে গুরা মিয়া, আমির হোসেনের মেয়ে জোসনা আক্তার ও সাইফুল ইসলামের স্ত্রী ইসমত আরা তার ঘরে গিয়ে সদ্যজাত সন্তানসহ তাকে হাসপাতালে নেয়ার কথা বলে ঘর থেকে বের করে হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে যায় ঈদগাঁও স্টেশনে।
পরে তারা কৌশলে সদ্যোজাত সন্তানটি তার কাছ থেকে নিয়ে অপরিচিত লোকদের হাতে তুলে দেয়। তার সন্দেহ জাগলে বাচ্চাটি তাদের থেকে সে পুনরায় ছিনিয়ে নেন এবং জানতে পারেন লোকগুলো হিন্দু। এ ঘটনার পরপরই উল্টো তারা ভয় এবং হুমকি দিয়ে খালি স্ট্যাম্পে তার থেকে জোর পূর্বক স্বাক্ষর নেন। এ ঘটনা জানাজানি হলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
ইসলামাবাদ ইউপির ৯নং ওয়ার্ড ইউপি সদস্য জুবায়েদ উল্লাহ্ জুয়েল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনা জানাজানি হলে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে ওঠে। পরে পুলিশকে জানানো হলে শনিবার দিবাগত রাত একটার দিকে পুলিশ অভিযান চালিয়ে জড়িত ভবেস দত্ত, জোৎস্না আক্তার ও ইছমত আরাকে গ্রেফতার করতে পারলেও মূল হোতা হোতা গুরা মিয়া পালিয়ে যায়।
স্থানীয় সমাজ সর্দার অসিউর রহমান বলেন, এই ঘটনা অত্যন্ত লজ্জাজনক ও মানবতাবিরোধী। একজন মায়ের কোল থেকে সন্তান কেড়ে নেওয়ার চেষ্টা কোনভাবেই মেনে নেওয়া যায় না। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মছিউর রহমান জানান, এ ঘটনায় নবজাতকের মা বাদী হয়ে জড়িতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। ঘটনায় জড়িত আটক উপরোক্ত তিন আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং অন্যদেরও আটকের চেষ্টা চলছে।
উল্লেখ্য, উক্ত এলাকার বেলাল উদ্দিনের স্ত্রী তসলিমা আক্তারের এ নবজাতকসহ টানা তিন কন্যা সন্তান প্রসব হচ্ছে জানতে পেরে ক্ষোভে কয়েক দিন আগে তার স্বামী ঘর থেকে অজানার উদ্দেশ্যে চলে গেছেন ।