কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশ অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে তারেক হাসনাত পিয়ারু (৪০) নামের এক শ্রমিক লীগ নেতাকে আটক করেছে।সোমবার (১০ ফেব্রুয়ারী) রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ দল ঈদগাঁও উপজেলার ইসলামপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে। তার পিতার নাম মৃত বদিউর রহমান প্রকাশ বদু দালাল।অভিযানে নেতৃত্বদানকারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মছিউর রহমান জানান, আটককৃত ব্যক্তি ইসলামপুর ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ছিলেন।তাকে নানা অপরাধে জড়িত থাকার অভিযোগ ও কক্সবাজার সদর মডেল থানা মামলা নং ১৯(৮)/২৪ এর আসামী হিসেবে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।