ঈদগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২


কক্সবাজারের ঈদগাঁও উপজেলার কলেজ গেইট মহাসড়ক এলাকায় গত শনিবার (১৪ জুন) বিকেলে সংঘটিত সড়ক দুর্ঘটনায় আহত মো. রফিক নামের আরো একজন কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঘটনার দিন সন্ধ্যায় মৃত্যু বরণ করেছেন।
নিহত রফিক দুর্ঘটনা কবলিত সিএনজির চালক এবং রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের লর্ড উখিয়ার ঘোনার নুরুল ইসলামের পুত্র।
এর পূর্বে দুর্ঘটনার পরপর হাসপাতাল নেয়ার পথে মৃত্যু বরণ করেন নুরুল আবছার । সে কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নের বধাইয়া পাড়া গ্রামের আবু তাহেরের পুত্র।।
এছাড়া হাসপাতালে চিকিৎসাধীন অপর তিনজনের অবস্থাও গুরুতর বলে জানা গেছে।।
রামু হাইওয়ে থানার অফিসার ইনচার্জ নাছির উদ্দিন এবং ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ মো. মছিউর রহমান দূর্ঘটনার পরপর একজন এবং পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একই দিন অন্যজনের মৃত্যু হয়েছে নিশ্চিত করে বলেন, উভয়ের মরদেহ রবিবার সকালে দাফন করা হয়েছে।