ঈদগাঁওয়ে সমন্বয়কের পিতা হত্যার বিচার দাবি

fec-image

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় আওয়ামী লীগ নেতা কর্তৃক জুলাই অভ্যুত্থান সমন্বয়কের পিতাকে খুন এবং পরিবারের ওপর হামলার বিরুদ্ধে প্রতিবাদ ও বিচার দাবি করেছেন নবগঠিত রাজনৈতিক দল এনসিপি।
গতকাল ১৫ মার্চ জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত বিবৃতিতে উল্লেখ করেন, গত ১৪ মার্চ শুক্রবার কক্সবাজারের ঈদগাঁও উপজলোয় সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাকের নেতৃত্বে জুলাই অভ্যুত্থানের সমন্বয়ক সাদিদুল হুদার পরিবারের ওপর হামলা ও গুলি চালানো হয়। এতে তার বাবা হাবিবুল হুদা নিহত হন এবং পরিবারের আরো তিন সদস্য আহত হন। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।
উল্লেখ্য, ইতিপূর্বে আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক বিভিন্ন মামলায় কারাবন্দী ছিলো। খুনের ঘটনার ২৪ ঘণ্টা অতিক্রান্ত হলেও এখন পর্যন্ত অভিযুক্ত কেউই আইনের আওতায় আসেনি। যা স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সক্রিয়তাকে প্রশ্নবিদ্ধ করছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি এই হত্যা ও হামলার সাথে জড়িত প্রত্যককে অনতিবিলম্বে আইনের আওতায় আনতে এবং ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে জোর দাবি জানান।

 

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন