ঈদগাঁওয়ে সাংবাদিক ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত


কক্সবাজারের ঈদগাঁও সাংবাদিক ফোরামের ইফতার মাহফিল ও সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ মার্চ) পাবলিক লাইব্রেরী মিলনায়তনে সাংবাদিক ফোরাম সভাপতি শেফাইল উদ্দিনের সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান রাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামী ঈদগাঁও উপজেলা আমীর মাওলানা সেলিম উল্লাহ জিহাদী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক( অব:) সিরাজুল হক, ইমাম সমিতির সভাপতি মৌলানা এনামুল হক ইসলামাবাদী, ঈদগাঁও প্রেসক্লাব সভাপতি রেজাউল করিম, ঈদগাঁও উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক নাছির উদ্দিন আল নোমান, ঈদগাঁও আদর্শ সাংবাদিক পরিষদ সভাপতি আনোয়ার হোছাইন ও জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার সভাপতি নুরুল আমিন হেলালী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক প্রেসক্লাব সভাপতি বিআর হাশেমী বদরু, ঈদগাঁও বাজার পরিচালনা পরিষদের সাবেক সাধারণ সম্পাদক মফিজুর রহমান, ইমাম সমিতি সভাপতি মৌলানা এনামুল হক ইসলামাবাদী, ঈদগাঁও লাইভ টিভি সম্পাদক বজলুর রহমান, বিএনপি নেতা নাছির উদ্দিন, জাতীয় সাংবাদিক সংস্থা সম্পাদক উসমান গনি ইলি, ব্যবসায়ী নেতা নুরুল হুদা, ঈদগাঁও হাইস্কুল প্রাক্তন ছাত্র ব্যাচের সাংগঠনিক সম্পাদক চন্দন পাল বাবু, ডাঃ উসমান গনিসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ । অতিথিরা বক্তব্যে বলেন, দেশের উন্নয়ন ও সুন্দর সমাজ বিনির্মাণে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। শোষণ ও দুর্নীতিমুক্ত সমাজ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে। সাংবাদিকদের ঐক্যবদ্ধ থেকে দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে হবে।