ঈদগাঁও’র ব্যবসায়ীর ৬৫ ভরি স্বর্ণ ছিনতাইয়ের ঘটনায় দুই জনের বিরুদ্ধে মামলা
পটিয়ায় যাত্রীবাহী গাড়ি আটকিয়ে ৬৫ ভরি স্বর্ণ ছিনতাইয়ের ঘটনায় এক যুবদল নেতাসহ দুইজনের বিরুদ্ধে পটিয়া থানায় মামলা করা হয়েছে।
বুধবার (৪ সেপ্টেম্বর) রাতে কক্সবাজারের ঈদগাঁও উপজেলার স্বর্ণ ব্যবসায়ী রুবেল কান্তি দাশ বাদী হয়ে এই মামলা করেন।
মামলার আসামিরা হলেন, মোহাম্মদ মামুন (৩৫) ও তার মনির (৩০)। তাদের দুইজনের বাড়ি পটিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাগজী পাড়া এলাকায়।
পটিয়া থানা পুলিশ জানায়, কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার স্বর্ণ ব্যবসায়ী রুবেল দাশের রিদি গোল্ড ফ্যাশন নামের একটি স্বর্ণের দোকান রয়েছে। তাদের দোকানের কারিগর রূপন দাশ গত ২৭ আগস্ট ২১ ক্যারেটের ৬৫ ভরি স্বর্ণ নিয়ে চট্টগ্রাম শহরে যাচ্ছিলেন। গাড়িটি পটিয়া বাইপাস সড়কের ফারুকী পাড়া পয়েন্টে পৌছলে পূরবী গাড়ির সামনে একটি মোটরসাইকেল ও একটি নোহা এসে পূরবী বাসকে গতিরোধ করে পিছনের সীটে রুপন দাশকে ছাত্রলীগ কর্মী আখ্যায়িত করে টেনে হিঁচড়ে ও মারধর করে গাড়ি থেকে নামিয়ে ফেলেন।
এক পর্যায়ে ছিনতাইকারীরা গলায় ছুরি ধরে তাকে মারধর পূর্বক তার ব্যাগে থাকা ২১ ক্যারেটের ৬৫ ভরি স্বর্ণ ছিনতাই করে পালিয়ে যায়। পরবর্তীতে ভিডিও ফুটেজ সংগ্রহ করে তাদের শনাক্ত করেন থানা পুলিশ।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম সরকার জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে এবং মামলায় তদন্ত চলছে। ঘটনায় জড়িত কয়েক জনকে সিসিটিভি ফুটেজ দেখে চিহ্নিত করা হয়েছে। আশাকরি জড়িতরা সহসায় ধরা পড়বে।