parbattanews

ঈদগাঁওয়ে অস্ত্রের মুখে ইজিবাইকের ব্যাটারী লুট

ফাইল ছবি

কক্সবাজার সদরের ঈদগাঁওয়ে অস্ত্রের মুখে ইজিবাইক গ্যারেজ থেকে অর্ধশতাধিক ব্যাটারি লুট করেছে সংঘবদ্ধ চক্র। যার আনুমানিক মুল্য ৩ লক্ষাধিক টাকা হতে পারে বলে ধারণা করছে ক্ষতিগ্রস্তরা।

সোমবার (১ মার্চ) ভোররাতে ঈদগাঁও থানাধীন ইসলামপুর ইউনিয়নের মাদরাসা পাড়াস্থ সরওয়ার আলমের মালিকানাধিন ভাড়াটিয়া মনির আহমদের ইজিবাইক গ্যারেজে এ লুটের ঘটনা ঘটে। স্থানীয় মেম্বার জসিম উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ ঘটনায় ইউনিয়নের ১নং ওয়ার্ড নতুন অফিস পাড়ার মরহুম কালু মিয়ার পুত্র গ্যারেজ মালিক মনির আহমদ ঈদগাঁও থানায় অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগের প্রেক্ষিতে ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ আবদুল হালিম, এসআই রেজাউল করিম পৃথকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। চোরাইকৃত ব্যাটারী উদ্ধার ও লুটকারীদের শনাক্তের চেষ্টাও চলছে বলে জানিয়েছেন।

অভিযোগে মনির আহমদ উল্লেখ করেন, সোমবার দিবাগত রাতে তার ইজিবাইক গ্যারেজে ছোট বড় ২০টি ইজিবাইক ও অটোরিক্সা চার্জে দিয়ে সন্ধ্যায় পুত্র হেফাজত উদ্দীনকে গ্যারেজে রেখে বাসায় চলে যান।

ওই দিন ভোর রাতে সংঘবদ্ধ চক্র গ্যারেজের প্রধান ফটক খুলে জোরপূর্বক ভিতরে প্রবেশ করে। এসময় বাঁধা দিতে চেষ্টা করলে ৪ জন মুখোশধারী অস্ত্রের মুখে তার ছেলে ও অপর ইজিবাইক চালক দিদারকে হাত-মুখ বেঁধে মোবাইল ছিনিয়ে নেয় এবং তাদের এক কোণে ফেলে রেখে প্রায় ১৩টি ইজিবাইকের ৫২টি ব্যাটারী খুলে পিকআপ গাড়িযোগে লুট করে নিয়ে যায়। যার আনুমানিক মুল্য সাড়ে ৩ লক্ষাধিক টাকা হতে পারে বলে ধারণা করছে।

চরম ক্ষতির শিকার মনির আহমদ ব্যাটারীগুলো উদ্ধারে পুলিশের সহযোগিতা কামনা করেছেন। এদিকে অস্ত্রের মুখে এত বড় লুটের ঘটনার পর এলাকায় ডাকাত আতঙ্ক বিরাজ করছে। সাধারণ জনগণের দাবি, দ্রুত এ অপরাধী চক্রকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে না পারলে এলাকায় ডাকাতির মত বড় অপরাধ সংঘটনের আশঙ্কা করছেন তারা।তাই তারা এ ব্যাপারে থানা পুলিশের জরুরি হস্তক্ষেপ আশা করছেন।

Exit mobile version