parbattanews

ঈদগাঁওয়ে চোরাই পথে আনা ২২টি গরুসহ দু’টি ট্রাক জব্দ, আটক ৫

চোরাই পথে সীমান্ত পাড়ি দিয়ে অবৈধভাবে মিয়ানমার থেকে আনা ২২টি গরু, দু’টি ট্রাকসহ জড়িত ৫ জনকে আটক করেছে কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশ। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) এসব জব্দ ও আটক করা হয়েছে।

আটকৃতরা হলো এসকান্দর, জাহাঙ্গীর আলম, সাইফুল ইসলাম, জাহাঙ্গীর ও শফিউল আলম। তারা চট্টগ্রামের চন্দনাইশ, রাউজান এবং কক্সবাজারের রামু উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হালিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঈদগাঁও থানার সম্মুখস্থ মহাসড়কের শাহ ফকির বাজার এলাকায় তল্লাশি চৌকি বসিয়ে ট্রাকযোগে এসব গরু পাচারকালে গরুগুলো এবং পাচারে ব্যবহৃত ট্রাক দু’টি জব্দ করা হয়। এসময় পাচারে জড়িত ৫ জনকেও আটক করা হয়। তাদেরকে বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি পাহাড়ি সীমান্ত হয়ে চোরাই পথে মিয়ানমার হতে অবৈধভাবে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে গরু পাচারের মাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ইতোমধ্যে সীমান্তবর্তী বিভিন্ন থানা পুলিশের হাতে বিভিন্ন সময় এসব অবৈধ গরুর চালান আটক হয়।

Exit mobile version