ঈদগাঁও উপজেলা জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত


বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজারের ঈদগাঁও উপজেলা শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ জুন) বিকেল ৩ টায় ঈদগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয় হাইস্কুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনীতে সভাপতিত্ব করেন উপজেলা আমীর মাওলানা ছলিম উল্লাহ জিহাদি।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা জামায়াতের নায়েবে আমীর এড. ফরিদ উদ্দিন ফারুকী, প্রধান বক্তার বক্তব্য রাখেন কক্সবাজার-৩ (সদর-রামু ও ঈদগাঁও) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী শহিদুল আলম বাহাদুর।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি জাহেদুল ইসলাম, চেয়ারম্যান ও এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসাইন, সাবেক উপজেলা চেয়ারম্যান এড. সেলিম উল্লাহ বাহাদুর, উপজেলা নায়েবে আমির মাওলানা ছৈয়দ নুর হেলালী, সাংগঠনিক সম্পাদক মাস্টার ছৈয়দুল আলম প্রমুখ। উপস্থিত ছিলেন উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।
বক্তারা বলেন, ২৪-এর গণঅভ্যুত্থানের ফলে স্বৈরাচারের পতন হলেও একটি দল কোরআনের শাসন কায়েম হোক তা চায় না। আগামী ব্যালট যুদ্ধে সকল পর্যায়ের জনশক্তিকে দ্বীন কায়েমের অংশ হিসেবে ইসলামের পক্ষের শক্তিকে বিজয়ী করতে কাজ করতে হবে। হতাশ হওয়া যাবে না। মহান রবের উপর তাওয়াক্কুল করে সকল ষড়যন্ত্র মোকাবেলার মাধ্যমে ময়দানে কাজ করে যেতে হবে।
অনুষ্ঠান শেষে হাজারো নেতাকর্মীদের নিয়ে হাইস্কুল গেইট থেকে ঈদগাঁও বাস-স্টেশন অভিমুখে স্বাগত মিছিল করা হয়।