ঈদগাঁও থানায় হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ মামলায় গ্রেফতার ৪
কক্সবাজারের ঈদগাঁও পুলিশ থানায় হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ মামলায় চারজনকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (১ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে ঈদগাঁও উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালিত হয়।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মচিউর রহমান জানান, তিনিসহ থানার সেকেন্ড অফিসার এসআই জুয়েল ও অন্যান্য কর্মকর্তাদের সমন্বয়ে একাধিক দলে বিভক্ত হয়ে পরিচালিত অভিযানে চারজনকে গ্রেফতার হয়।
গ্রেফতারকৃতরা হল উপজেলার জালালাবাদ ইউনিয়নের সওদাগর পাড়ার (তেলি পাড়া) রমজান আলীর ছেলে উজির আলী, একই ইউনিয়নের পালাকাটার মৃত আবদুল করিমের ছেলে মুক্তার আহমদ, ইসলামাবাদ ইউনিয়নের খোদাইবাড়ী এলাকার মোস্তাফিজুর রহমানের ছেলে শাহেদ কামাল মিন্টু ও অপরজন হল ইসলামপুর ইউনিয়নের জুমনগর এলাকার সিরাজ উল্লাহর ছেলে আবুল কালাম।
থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা মচিউর রহমান জানান, বৈষম্যবিরোধী আন্দোলনের জেরে থানায় হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় পুলিশের দায়েরকৃত মামলায় ধৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরো জানান, এ অভিযান রাত ১২টা থেকে ভোর ৪টা পর্যন্ত চলে এবং অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয়রা জানান, ধৃতরা পতিত স্বৈরসরকারের সংগঠন আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের বিভিন্ন পদ-পদবীধারী ছিল।