ঈদগাঁও থেকে টেকনাফের চাঞ্চল্যকর আব্দুর রহমান হত্যার মূলহোতা গ্রেফতার
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের পূর্ব নাপিতখালী থেকে টেকনাফের চাঞ্চল্যকর আব্দুর রহমান হত্যাকাণ্ডের মূলহোতা বদি আলম প্রকাশ বদিকে গ্রেফতার করেছে র্যাব-১৫।
শুক্রবার রাতে এ অভিযান পরিচালনা করা হয়।
আটককৃত আসামী টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের পশ্চিম সাতঘরিয়া পাড়ার নজির আহমদের পুত্র।
র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া অফিসার) জানান,ধৃতের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় ৩টি হত্যা, ৫টি অস্ত্র, ৬টি মাদক, ১টি ডাকাতি প্রস্তুতি ও ১টি অন্য মামলাসহ মোট ১৬টি মামলার তথ্য পাওয়া গেছে।
র্যাব শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করে, ২০২৪ সালে টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউনিয়নের নয়া বাজার পূর্ব সাতঘরিয়া পাড়া বটগাছ তলায় ইয়াবা লেনদেনকে কেন্দ্র করে আব্দুর রহমান নামের এক ব্যক্তি ছুরিকাঘাতে নিহত হয়। উক্ত হত্যাকান্ডের পর থেকেই খুনিদের গ্রেফতারে মাঠে নামে র্যাব ১৫ । এর অংশ হিসেবে র্যাবের গোয়েন্দা বিভাগের তথ্যের ভিত্তিতে খুনিচক্রের মূল হোতাকে গ্রেফতারে সক্ষম হয়।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, র্যাব ১৫ এর অভিযানের বিষয়ে তিনি অবগত নন।