ঈদগাঁও শিবির নেতার ওপর ছাত্রলীগের সন্ত্রাসী হামলা

fec-image

কক্সবাজারের ঈদগাঁও উপজেলা শিবির সভাপতি নিষিদ্ধ ছাত্রলীগ সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন। সোমবার (১ এপ্রিল) বিকেল সাড়ে পাঁচটার দিকে চৌফলদণ্ডী-ঈদগাঁও সড়কের খামারপাড়ায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শিবির সভাপতি মোর্শেদুল ইসলাম মাহির মোটরসাইকেলযোগে চৌফলদন্ডী থেকে ঈদগাঁও যাওয়ার পথে খামারপাড়া নামক স্থানে পৌঁছালে ছাত্রলীগের আট-দশ জন সন্ত্রাসী তার মোটরসাইকেলের গতিরোধ করে তাকে ব্যাপক মারধর করে। এ সময় স্থানীয়রা এগিয়ে গেলে সন্ত্রাসীরা দ্রুত পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা তিন সন্ত্রাসী- সাইফুল, ছিদ্দিক ও রিয়াদকে চিনতে পেরেছেন বলে জানিয়েছেন ঈদগাঁও উপজেলা শিবির সেক্রেটারী সাদমান সাকিব নিশাদ। এ সংবাদ দ্রুত ছাত্র শিবিরের নেতাকর্মীদের মাঝে ছড়িয়ে পড়লে তীব্র উত্তেজনা তৈরি হয়। মুহূর্তেই তারা দলে দলে ঘটনাস্থলে রওয়ানা দেয়।

এ বিষয়ে জানতে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস খানের মোবাইল নাম্বারে বারবার কল দিলেও রিসিভ না করায় অভিমত নেয়া সম্ভব হয়নি।

উল্লেখ্য, ঘটনাস্থলটি কক্সবাজার (সদর-রামু- ঈদগাঁও) সদর আসনের আওয়ামী লীগের সাবেক এমপি পলাতক মোস্তাক আহমদ চৌধুরীর এলাকা।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ঈদগাঁও, কক্সবাজার
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন