ঈদগাঁতে পানিতে ডুবে কন্যা শিশুর মৃত্যু

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় পুকুরে ডুবে জেনিয়া মণি (৩) নামের এক শিশু কন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শিশু উপজেলার পোকখালী ইউনিয়নের নাইক্যংদিয়া এলাকার জসিম উদ্দিনের কন্যা। সোমবার (৩০ মে) দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের মামা রমজান আলী জানান, পরিবারের সদস্যদের অগোচরে খেলার ছলে কখন যে শিশুটি বাড়ির পাশের পুকুরে ডুবে যায় কেউ জানেনা। দীর্ঘক্ষণ শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে শিশুটিকে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পায়। পরে উদ্ধার করে দ্রুত বেসরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। আকষ্মিক এ মৃত্যুর ঘটনায় পরিবার, স্বজন ও প্রতিবেশীদের মাঝে শোকের আবহ বিরাজ করছে।
ঘটনাপ্রবাহ: ঈদগাঁও, পুকুর, মৃত্যু
Facebook Comment