ঈদগাঁহে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু
কক্সবাজার সদরের ঈদগাঁহে বালতির পানিতে ডুবে অকালে ঝরে গেল মো : আকিব নামের ২ বছরের শিশুর জীবন। মঙ্গলবার (২৭ আগষ্ট ) উপজেলার ঈদগাঁহস্থ ইসলামপুর ইউনিয়নের উত্তর নাপিত খালী গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ওয়ার্ড মেম্বার ওভার প্রাপ্ত চেয়ারম্যান নুরুল আলম জানান , উক্ত এলাকার বাসিন্দা মোঃ বেলাল উদ্দীনের বড় ছেলে মো: আকিব এ দিন দুপুর পৌনে ১ টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির টিউবলে থাকা পানি ভর্তি বালতিতে পানি নিয়ে খেলারত অবস্থায় বালতিতে উপোড় হয়ে পড়ে মারা যায়।
দীর্ঘ খুঁজাখুঁজির পর শিশুটিকে বালতি থেকে মৃত অবস্থায় উদ্ধার করে।নিষ্পাপ শিশুটির এ করুণ মৃত্যু পরিবার ও প্রতিবেশীরা শোকে কাতর হয়ে পড়েছে।ওই দিন বিকালে জানাজা শেষে শিশুটির দাফন সম্পন্ন হয়।
ঘটনাপ্রবাহ: ঈদগাঁহে, পানিতে ডুবে মৃত্যু
Facebook Comment