parbattanews

ঈদগাঁহ বাজারের নব্য ইজারাদার রমজান কোম্পানি ইয়াবাসহ গ্রেফতার!

কক্সবাজার সদরের ঐতিহ্যবাহী ঈদগাঁও বাজারের নব্য ইজারাদার রমজানুল আলম (৪০) প্রকাশ রমজান কোম্পানিকে ইয়াবাসহ আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ জুলাই) ভোর পৌনে ৫টার দিকে কক্সবাজার শহরের কলাতলী ওয়ার্ল্ড বীচ রিসোর্ট নামের একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে ৮০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। এ সময় তার ব্যবহারের একটি কারও জব্দ করে পুলিশ।

আটক রমজানুল আলম কোম্পানি কক্সবাজার সদরের ঈদগাঁও ইউনিয়নের মাইজ পাড়ার মৃত আবদুল গণির ছেলে।

কক্সবাজার সদর মডেল থানার অপারেশন অফিসার মাসুম খান এ সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ধৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

পুলিশের দাবি রমজানুল আলম দীর্ঘ দিন রোহিঙ্গা ক্যাম্পে চাকুরি করে। সে সুবাদে ইয়াবাগুলো নিয়ে আসে।

উল্লেখ্য, সম্প্রতি নানা আলোচনা সমালোচনা ও নাটকীয়তার জন্ম দিয়ে একটি প্রতিষ্ঠানের নামে উক্ত বাজারটি ইজারা নেয় আটক রমজান। যে বাজারের ইজারা নিয়ে সর্ব মহলে তোলপাড় হয়। এর রেশ না কাটতেই ইজারাদার ইয়াবাসহ আটক হওয়ায় এলাকায় আলোচনার ঝড় বইতে শুরু করেছে।

আবার অনেকে বাজার ইজারাকে কেন্দ্র করে প্রতিপক্ষ তাকে ফাঁসাতে পারে বলেও ষড়যন্ত্রের গন্ধ খুঁজতে শুরু করেছে।

সচেতন মহলের দাবি, সুষ্ঠু তদন্ত পূর্বক সে প্রকৃত ইয়াবা কারবারী হলে তাকে কঠোর আইনের আওতায় আনা হউক। আর যদি ষড়যন্ত্রের শিকার হয়ে থাকে, তাহলে ষড়যন্ত্রকারীদের প্রকৃত মুখোশ উন্মোচন করে তাদেরও অবিলম্বে আইনের আওতায় এনে আটক রমজানুল আলম কোম্পানিকে মুক্তি দেয়া হউক।

Exit mobile version