ঈদগাঁহ-রশিদ নগরের দুই ইয়াবা কারবারি লোহাগাড়ায় গ্রেফতার
কক্সবাজারের ঈদগাঁহ ও রশিদ নগরের দুই ইয়াবা কারবারি লোহাগাড়া থানা পুলিশের অভিযানে গ্রেফতার হয়েছে।
আটককৃতরা হল কক্সবাজার সদরের ঈদগাহ ইউনিয়নের উত্তর মাইজপাড়ার মো. কালা মিয়ার ছেলে মো. সিরাজুল হক(৪৫) ও পার্শ্ববর্তী রামু উপজেলার রশিদ নগর ইউনিয়নের দক্ষিণ নাছিরা পাড়ার মৃত শফিউল আকবর চৌধুরীর ছেলে ইরফান আকবর চৌধুরী(৪০)।
রবিবার (৫ জুলাই) সকাল ৭টার দিকে চট্টগ্রামের লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেনের নির্দেশে এসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে লোহাগাড়া থানাধীন চুনতি ফরেস্ট রেঞ্জ কর্মকর্তার কার্যালয় সংলগ্ন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক এলাকায় চট্টগ্রামগামী প্রাইভেট কারে তল্লাশী করে ১ হাজার ৫শত পিস ইয়াবা উদ্ধার করে উক্ত দুই মাদক কারবারিকে আটক পূর্বক প্রাইভেট কারটি জব্দ করে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে লোহাগাড়া থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন।