ঈদের ছুটিতে রূপের রাণী কাপ্তাইয়ে পর্যটকের আগমন

fec-image

ঈদুল আজহার টানা ছুটিতে হাজারও পর্যটকের আগমন ঘটেছে রূপের রাণী রাঙামাটির কাপ্তাইয়ে। অপরূপ সৌন্দর্যের লীলাভূমি কাপ্তাইয়ের বিনোদন কেন্দ্রগুলো পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে।

কাপ্তাই উপজেলার অন্যতম জনপ্রিয় পর্যটন স্পট লেকভিউ পিকনিক স্পট, লেকশোর পর্যটন স্পট, প্রশান্তি পার্ক, জুম রেস্তোরা, রিভার ভিউ পার্ক, নৌ-বাহিনী, জীবতলীসহ বিভিন্ন পর্যটন কেন্দ্রে ভ্রমণ করছেন পর্যটকরা। নতুন রূপে সাজানো হয়েছে পর্যটনকেন্দ্রগুলোকে।

কাপ্তাইয়ে নিস্বর্গ রিভার ভ্যালি, প্যানরমা জুম রেস্তোরা এন্ড পিকনিক স্পট, কাপ্তাই প্রশান্তি পার্কসহ প্রায় সবকটি পর্যটনকেন্দ্র বিভিন্ন রঙে সাজানে হয়েছে। পরিষ্কার পরিছন্ন করে পর্যটক বরণ করে নিচ্ছে পর্যটন কেন্দ্রগুলো। অধিকাংশ পর্যটন কেন্দ্রে রয়েছে পর্যটকদের জন্য রাত্রী যাপনের সুব্যবস্থা। সেই সাথে কটেজগুলোকে প্রস্তুত রাখা হয়েছে পর্যটকদের জন্য।

চট্টগ্রামের পতেঙ্গা থেকে ঘুরতে আসা নরু মোহাম্মদ, মনির হোসেন ও ফিরোজ আলম জানান, কাপ্তাইয়ে পাহাড়, লেক এবং বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলো অসাধারণ। যতো ঘোরাঘুরি করি ততভাল লাগে। অসাধারণ কাপ্তাই।

করাঙ্গুনিয়া থেকে আসা পর্যটক নাজমা আক্তার নাজু, চন্দ্রনাইশ থেকে আসা নুরে আরবী জানান, কাপ্তাইয়ে বেড়াতে এসে বেশ ভাল লেগেছে। তবে বৈরি আবহাওয়া আর থেমে থেমে বৃষ্টির কারণে কিছুটা সমস্যা হয়েছে।

কাপ্তাই নিসর্গ পড হাউস ও রেস্টুরেন্টের ম্যানেজার মো. মাসুদ তালুকদার জানান, ঈদের ছুটিতে এবার কাপ্তাইয়ে প্রচুর পর্যটক আসছে। শুক্র-শনিবার আরো বেশি পর্যটক আসার সম্ভাবনা রয়েছে। পর্যটকদের সর্বোচ্চ আনন্দ দিতে আমরা প্রস্তুত রয়েছি।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কাপ্তাই, পর্যটন, রাঙামাটি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন