থামেনি ইসরাইলের নির্মম হত্যাযজ্ঞ

ঈদের দিনে গাজায় ৪২ জন নিহত

fec-image

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ঈদের দিনেও থামেনি ইসরাইলের নির্মম হত্যাযজ্ঞ। তাদের দফায় দফায় হামলায় এদিন কমপক্ষে ৪২ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।

এছাড়াও ফিলিস্তিনি ভূখণ্ডটিতে খাদ্য বিতরণ কার্যক্রমও বন্ধ রয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র-সমর্থিত বিতর্কিত ত্রাণ বিতরণ সংস্থা গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ)।

শুক্রবার (৬ জুন) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহরের নাসের হাসপাতালে ১৬ জনের লাশ পৌঁছেছে। এছাড়াও ১৬ জনকে উত্তর গাজার আল-শিফা হাসপাতালে, পাঁচজনকে গাজা শহরের আল-আহলি ব্যাপটিস্ট হাসপাতালে এবং আরো পাঁচজনের লাশ দেইর আল-বালাহর আল-আকসা শহীদ হাসপাতালে আনা হয়েছে।

এদিকে শুক্রবার গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার আহলি হাসপাতালে ইসরাইলি হামলায় আহত একজন সাংবাদিক মারা গেছেন। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজায় নিহত সাংবাদিকের সংখ্যা ২২৬ জনে দাঁড়িয়েছে।

এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র-সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) জানিয়েছে, নিরাপত্তার কারণে তাদের সব খাদ্য বিতরণ কেন্দ্র বন্ধ থাকবে।

গত মার্চ মাসে ইসরাইল গাজায় কঠোর অবরোধ আরোপ করার পর থেকে খাদ্য, ওষুধ ও জ্বালানি প্রবেশ প্রায় বন্ধ হয়ে গেছে। আন্তর্জাতিক চাপের মুখে গত মাসে কিছু ত্রাণ ঢুকতে দেয়া হলেও তা চাহিদার তুলনায় অপ্রতুল বলে জানিয়েছে বিভিন্ন ত্রাণ সংস্থা।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ৪২ জন নিহত, গাঁজা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন