ঈদে আসছে বাঁধনের সিনেমা ‘এশা মার্ডার: কর্মফল’

fec-image

ঈদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে আজমেরী হক বাঁধন অভিনীত সিনেমা ‘এশা মার্ডার: কর্মফল’। এটি নির্মাণ করেছেন সানী সানোয়ার। বৃহস্পতিবার (১৫ মে) সন্ধ্যায় সিনেমাটির পোস্টার প্রকাশ করে মুক্তির তথ্য জানানো হয়।

২০০৯ সালে ঢাকার আজিমপুরে ঘটে যাওয়া চাঞ্চল্যকর খুনের ঘটনা ঘটে। রহস্যে ঘেরা এই বিরল সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে ‘এশা মার্ডার: কর্মফল’ সিনেমা নির্মিত হয়েছে। সিনেমাটিতে একজন পুলিশের তদন্ত অফিসার চরিত্রে অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন।

এ সিনেমায় অভিনয়ের কারণ ব্যাখ্যা করে বাঁধন বলেন, “বাংলাদেশের বাণিজ্যিক চলচ্চিত্রে নারী চরিত্রের এরকম অনবদ্য উপস্থাপনের পরিকল্পনায় মুগ্ধ সিনেমাটির সঙ্গে যুক্ত হই। আমার ধারণা, এবার ঈদে অসংখ্য সিনেমার ভিড়ে ‘এশা মার্ডার: কর্মফল’ ভিন্নতা পাবে। এটা সানী ভাইয়ের গল্প বলার ধরণ, উপস্থাপনের জন্য।”

সিনেমাটির প্রযোজক ফারুক রায়হান বলেন, “এবার ঈদের অসংখ্য সিনেমার ভিড়ে ভিন্ন ধাচের বিরল ঘটনাপূঞ্জী এবং চিত্রনাট্যের মজবুতির জন্য ‘এশা মার্ডার’ অনবদ্য একটি বাণিজ্যিক সিনেমা হিসেবে বিবেচিত হবে বলে আমার বিশ্বাস। গল্পের বুনন, নির্মাণ শৈলীর জন্য দর্শক সিনেমার শেষ দৃশ্য পর্যন্ত সাগ্রহে আটকে ধাকবে এটা শুধু বিশ্বাসই নয়, প্রতিশ্রুতিও বটে।”

পরিচালনার পাশাপাশি সিনেমাটির কাহিনি, চিত্রনাট্যও রচনা করেছেন সানী সারোয়ার। এ নির্মাতা বলেন, “দেশের দর্শকরে মাঝে ক্রমাগতভাবে খুন রহস্য ও সাসপেন্স থ্রিলারের জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। এ সংখ্যাটি অন্য যেকোনো ঘরানার সিনেমা থেকে কোনো অংশে কম নয়। বিষয়টি মাথায় রেখেই সিনেমাটি নির্মাণের প্রয়াস পেয়েছি। আমার বিশ্বাস ‘এশা মার্ডার’ সফল হলে দেশে এই ধাঁচের অগণিত সিনেমা নির্মিত হবে।”

সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করেছেন পূজা এগনেজ ক্রুজ। গুরুত্বপূর্ণ চরিত্র রূপায়ন করেছেন— মিশা সওদাগর, শতাব্দী ওয়াদুদ, সুমিত সেনগুপ্ত, রওনক রিপন, ফারুক আহমেদ, শরীফ সিরাজ, নিবির আদনান নাহিদ, সৈয়দ এজাজ আহমেদ, হাসনাত রিপন, সুষমা সরকার, ইশিকা, নোভা, জশ প্রমুখ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন