ঈদগাঁওয়ে ১৩ বছরের কিশোরীকে অপহরণ


কক্সবাজারের ঈদগাঁওয়ে উম্মে ছাদেকা (১৩) জোরপূর্বক উঠিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে নুরুল আমিন প্রকাশ টিকটকার আমিন নামের এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ভিকটিমের মা শামিনা আক্তার থানায় অভিযোগ দায়ের করেছেন।
বুধবার ( ৮ অক্টোবর) উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের ৯ নং ওয়ার্ড গজালিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
১৩ বছর বয়সি ভিকটিম উম্মে ছাদেকা একই এলাকার বাসিন্দা নুরুল আবছার এর কন্যা ও স্থানীয় এক মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্রী।
অভিযোগে জানা যায়, উক্ত এলাকার হাবিব উল্লাহ’র ছেলে টিকটকার নুরুল আমিন(২৫) একই এলাকার শিশু ছাত্রী উম্মে ছাদেকা (১৩)কে মাদ্রাসায় যাওয়া-আসার পথে দীর্ঘ দিন যাবত উত্যক্ত করে আসছিল। বিষয়টি জানাজানি হলে অভিভাবক ও স্থানীয়রা তাকে একাধিকবার সতর্কও করে।
এতে প্রতিশোধপরায়ণ হয়ে বুধবার সকালে মাদ্রাসায় যাওয়ার পথে সহযোগীদের নিয়ে টিকটকার নুরুল আমিন শিশু ছাত্রীটিকে সিএনজি অটোরিকশাতে জোরপূর্বক তুলে নিয়ে অজানার উদ্দেশ্যে নিয়ে যায়।
পরে এই টিকটকার বিভিন্ন মাধ্যমে ভিকটিম পরিবার তার বিরুদ্ধে আইনের আশ্রয় নিলে তাকে জীবিত পাবেনা বলে হুমকি দেইয় বলে অভিযোগ করেছেন ভিকটিমের পরিবার।
বাদি আরো জানান,এ টিকটকার আমিন পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই টিকটকার ভিকটিম সাক্ষরিত একটি স্ট্যাম্পের ছবি পোস্ট করে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন বলেও অভিযোগ উঠেছে।
এঘটনায় এলাকায় নিন্দার জ্বড় উঠে এবং অবিলম্বে ভিকটিমকে উদ্ধারের দাবি জানান স্থানীয়রা।
স্থানীয় ইউপি সদস্য জুবাইদুল্লাহ জানান, তিনিও এরকম একটি সংবাদ পেয়েছেন। তবে উভয় পক্ষের কেউ জানাননি। বিস্তারিত জানলে প্রকৃত ঘটনা বলতে পারবেন।
ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদা ইয়াসমিন অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি তদন্ত পূর্বক ভিকটিমকে উদ্ধারের চেষ্টা চলছে।
এদিকে সর্বশেষ ভুক্তভোগী পরিবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে জড়িতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

















