parbattanews

ঈদ-আহ্বান

মনের খুশি কোথায় জানি কোন্ধসঢ়; সে ঈদের চাঁদ
ওহ! চারিদিকে দেখছি শুধু শোকের অবসাদ!
পূবাল হাওয়া বেতাল ভাসে গায় না কোকিল গান
নির্ঘুমে রাত কাটে হয় না যে তার অবসান।
বাংলার আকাশ আঁধার কালো খুশিটা আজ বন্দী
অসুর সঙ্গে শাদার কখনও হয় না রে সন্ধি।
বাঁচা-মরা দারুণ কঠিন চলছে ভীষণ যুদ্ধ!
নখর থাবায় শকুন নাচে বাগ্ধসঢ়; শক্তি আজ রুদ্ধ।
চাঁদের পাড়ায় দুঃখের স্রোত বইছে মেঘ বেশে
সুখ অধরা ঈদের খুশি রক্তে কেনা এই দেশে।
নানান রঙের জামা পরা সঙ্গে আতর গন্ধ
খুশির স্রোতে যাক ভেসে যাক ক্ষমতার সব দ্বন্ধ

 

Exit mobile version