উখিয়ায় ছাত্রলীগের সাবেক নেতা মুসলিম উদ্দিন গ্রেফতার
কক্সবাজারের উখিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের উপর সশস্ত্র হামলার ঘটনায় দায়েরকৃত মামলার আসামি হলদিয়াপালং ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মুসলিম উদ্দিনকে গ্রেফতার করেছে র্যাব-১৫।
মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) মধ্যরাতে উপজেলার মরিচ্যা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
ছাত্রলীগের সাবেক নেতা মুসলিম (৩০) হলদিয়াপালং ইউপির ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ সাহাব উদ্দিনের ছেলে।
র্যাবের সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল কালাম চৌধুরী জানিয়েছেন, সাধারণ শিক্ষার্থীদের উপর দেশি-বিদেশি অস্ত্র ও বিস্ফোরক ইত্যাদি দিয়ে অমানুষিক নির্যাতন, মারধর, দমন-নিপীড়নসহ বিভিন্নভাবে হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে মুসলিমের বিরুদ্ধে।
তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।