উখিয়ায় পাহাড় ধসে স্কুল ছাত্রের মৃত্যু
ভারী বৃষ্টিপাতের ফলে কক্সবাজারের উখিয়ায় পাহাড় ধসে স্কুলছাত্র আব্দুল করিম (১২) মৃত্যু হয়েছে।
বুধবার (১৯ জুন) ভোরে উপজেলার পালংখালী ইউনিয়নের চোরাখোলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল করিম (১২) চোরাখোলার শাহ আলমের ছেলে। সে থাইংখালী উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।
পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার (১৮ জুন) রাত তিনটার সময় অতি বৃষ্টিপাতের কারণে ১৪ নং রোহাঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে দেওয়াল ভেঙে কাঁটাতারের বাইরে চলে যাওয়ায় চোরাখোলা এলাকার স্থানীয় শাহ আলমের ছেলে আব্দুল করিম (১২) চাপা পড়ে মারা যায়।
তিনি বলেন, অতি বৃষ্টিপাতের কারণে পালংখালী ইউনিয়নের বিভিন্ন পাহাড়ি ও ঢালু জনপদের মানুষগুলো ভুমিধসসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের চরম ঝুঁকিতে রয়েছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন বলেন, খবর পেয়ে উখিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে।
এদিকে পৃথক পাহাড় ধসের ঘটনায় ৯, ১০ ও ১৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে স্থানীয় ও রোহিঙ্গাসহ ৯ জনের মৃত্যু হয়েছে।