‘জরিনার কুয়াল ভালা’

উখিয়ায় বাল্যবিবাহ বিষয়ক সচেতনতামূলক নাটক মঞ্চস্থ

fec-image

কক্সবাজারের উখিয়ায় বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মঞ্চস্থ হলো নাটক ‘জরিনার কুয়াল ভালা’। ডিএসকে- কেএনএইচ-বিএমজেড প্রকল্পের উদ্যোগে বুধবার, ২৮ মে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের পালংখালী উচ্চ বিদ্যালয় মাঠে এ নাটক মঞ্চস্থ হয়।

নাটক মঞ্চায়নে কারিগরি সহযোগিতা প্রদান করে সেভ দ্য চিলড্রেন এবং বিআইটিএ। নাটকটি নির্দেশনায় ছিলেন ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের সাবেক সভাপতি ইয়ুথ অর্গানাইজার রাশেদুল হক। নাটক প্রদর্শন শেষে সংক্ষিপ্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্বে প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত দর্শকদের মতামত গ্রহণ করেন ও তাদের প্রশ্নের উত্তর প্রদান করেন।

আলোচনায় অংশ নেন, ডিএসকে এর টেকনিক্যাল ম্যানেজার (সোশ্যাল কোহেশন অ্যান্ড ইয়ুথ ওয়ার্ক) মো. শফিকুল ইসলাম, টিএম (সিপি) নাছিমা শাহীন, টিএম (এসএইচজি), চঞ্চলা পাল।

এছাড়াও স্থানীয় ইয়ুথ গ্রুপের সদস্য এবং প্রকল্প সংশ্লিষ্ট উপকারভোগী, আত্ম-সহায়ক দলের সদস্য, শিশু সুরক্ষা কমিটির সদস্য, স্থানীয় স্টেকহোল্ডার এবং এলাকার সর্বস্তুরের জনসাধারণ নাটকটি স্বতঃস্ফূর্তভাবে উপভোগ করেন।

ডিএসকে এর টেকনিক্যাল ম্যানেজার (সোশ্যাল কোহেশন অ্যান্ড ইয়ুথ ওয়ার্ক) মো. শফিকুল ইসলাম জানান- স্থানীয় যুব পরিবর্তন সহায়কগণের অংশগ্রহণে পরিবেশিত এ নাটকের মূল উদ্দেশ্য ছিল স্থানীয় জনগণের মাঝে বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব, সামাজিক ও আইনগত পরিণতি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং এ নিয়ে ব্যক্তি, সমাজ ও পরিবারে ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলা।

নাটকটি বিনোদনমূলক উপায়ে একটি গুরুত্বপূর্ণ সামাজিক বার্তা পৌঁছে দিতে সক্ষম হয়েছে। যার কারনে স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক আগ্রহ ও অংশগ্রহণ পরিলক্ষিত হয়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: উখিয়া, নাটক মঞ্চস্থ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন