উখিয়ায় বিএনপির অবস্থান কর্মসূচি পালিত
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত তিন দিনের কর্মসূচির অংশ হিসেবে সারা দেশের ন্যায় কক্সবাজারের উখিয়ায় দ্বিতীয় দিনের অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকেলে উপজেলা বিএনপির উদ্যোগে উখিয়া সদরের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী; প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী; সভাপতিত্ব করেন বিএনপির প্রবীণ নেতা বাদশা মিয়া চৌধুরী।
এ সময় বক্তারা গণহত্যার অভিযোগ এনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার দাবি করেন। পাশাপাশি ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে কোটি কোটি টাকা ও সম্পদের মালিক হওয়া উখিয়ার প্রথম সারির আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান। এ ছাড়া উপজেলার ৪৫টি ওয়ার্ডের মাদক কারবারিদের তালিকা তৈরির কথা বলেন।
এ সময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন নেতা বক্তৃতা করেন।
উপজেলা বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক জাহেদ শাহর কোরআন পাঠের মাধ্যমে অনুষ্ঠান পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক আহসান উল্লাহ।
অবস্থান কর্মসূচিতে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মুক্তিযোদ্ধা দল, কৃষক দল, তাঁতি দল ও মৎস্যজীবী দলের সভাপতি-সম্পাদক, আহ্বায়ক-সদস্য সচিবসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও সমর্থকরা দলে দলে অংশ নেন।
এর আগে কেন্দ্রীয় কর্মসূচির প্রথম দিন বুধবার বিকেলে উপজেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। শুক্রবারও সারা দেশে বিএনপির কর্মসূচি রয়েছে।