উখিয়ায় রোহিঙ্গা নেতাকে গুলি করে হত্যা

প্রতীকী ছবি
উখিয়ায় রোহিঙ্গা নেতা নূর হাবি প্রকাশ ডা. ওয়াক্কাসকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা।
সোমবার (৬ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ব্লক-সি/৩ এর মৌলভী ইয়াছিনের শেডের সামনে এ ঘটনা ঘটে। লাশটি পুলিশের হেফাজতে রয়েছে। ঘটনায় জড়িত কাউকে শনাক্ত করা যায়নি।
উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী সংবাদটি জানিয়েছেন।
তিনি জানান, ভিকটিমের পরিবারের ভাষ্যমতে আনুমানিক ৩০ জন লোক ডা. ওয়াক্কাসকে গুলি করে এবং মাথায় কুপিয়ে হত্যা করে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশটি উদ্ধার করে আইওএম হাসপাতালে নিয়ে যায়।
ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন ওসি।
ঘটনাপ্রবাহ: উখিয়া, রোহিঙ্গা, হত্যা
Facebook Comment