উখিয়ায় সংবাদকর্মী হত্যাচেষ্টা মামলায় অভিযুক্ত গ্রেফতার


কক্সবাজার উখিয়া থানায় সংবাদকর্মী হত্যাচেষ্টার ঘটনায় প্রধান অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আবু বক্কর (৩৮) ঘুমধুম ইউপির ৫নং ওয়ার্ডের বাসিন্দা মৃত হোছেন আহমদের পুত্র বলে জানা গেছে।
শনিবার (২৯ মার্চ) বিকেলে উখিয়ার কুতুপালং টিভি টাওয়ার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্র জানায়।
গত ২৭ মার্চ বৃহস্পতিবার রাতে উপজেলার বালুখালী কাস্টমস এলাকায় দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হন স্থানীয় সংবাদকর্মী এম এ রহমান।
এ সংক্রান্তে ২৮ মার্চ রাতে উখিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়। বক্কর এই মামলার ১নং আসামী বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা পুলিশের উপ পরিদর্শক প্রবাল সিনহা।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসাইন বলেন, ঘটনার পর থেকেই উখিয়া থানা পুলিশ জড়িতদের আইনের আওতায় আনতে তৎপরতা শুরু করে। প্রধান অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।