উখিয়া সীমান্তে অস্ত্রসহ একজন আটক

fec-image

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী সীমান্তে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ ০১ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রবিবার (২৪ নভেম্বর) গভীর রাতে উপজেলায় নলবুনিয়া নামক স্থানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এসময় আটককৃত ব্যক্তির কাছ থেকে ০২টি দেশীয় পিস্তল ও ১০ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

আটক আব্দুর রহিম (৩২) কক্সবাজার জেলার উখিয়ার বালুখালী এলাকার আলতাজ মিয়ার ছেলে।

অভিযান সূত্রে জানা যায়, বিজিবির কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধীনস্থ পালংখালী বিওপির টহলদল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার-১৯ হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নলবুনিয়া নামক স্থানে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ০২টি দেশীয় পিস্তল ও ১০ রাউন্ড গুলিসহ আব্দুর রহিমকে আটক করে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন