উখিয়ার ইউএনও নিজাম উদ্দিন আহমেদ করোনা আক্রান্ত
কক্সবাজারের উখিয়া উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমেদ করোনা আক্রান্ত হয়েছেন। বুধবার (১৮ নভেম্বর) রাতে তাঁর কোভিড-১৯ নমুনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ আসে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে।
উখিয়া উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা রঞ্জন বড়ুয়া রাজন বলেন, উখিয়ার ইউএনও নিজাম উদ্দিন আহমেদ এর কোডিভ-১৯ পজেটিভ রিপোর্ট এসেছে। বর্তমানে তিনি হোম আইসোলেশনে আছেন।
১৯ নভেম্বর সকালে এ প্রতিবেদককে ইউএনও নিজাম আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, জ্বর সর্দি হলে কোভিড-১৯ পরীক্ষার জন্য নমুনা দিই। এখনো কিছুটা জ্বর ও সর্দি রয়েছে। বর্তমানে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হোম আইসোলেসানে আছি। তিনি সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন।
এর আগে বুধবার কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ৮৪৪জন নমুনা পরীক্ষা হয়। তৎমধ্যে ১৬ জনের করোনা পজিটিভ আসে। এদের মধ্যে উখিয়ার ইউএনওসহ ৬ জন। কক্সবাজার সদরের ৯জন। টেকনাফ উপজেলার ১ জন বলে কমেক সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনায় আক্রান্ত ৩ রোগী শনাক্ত হন। তাঁদের মধ্যে দুজনই নারায়ণগঞ্জের। ৩০ মার্চ করোনায় আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু হয়।