parbattanews

উখিয়ার ইউপি নির্বাচনের আ.লীগ প্রার্থীরা এখন ঢাকায়

ইউনিয়ন পরিষদ নির্বাচন

উখিয়া প্রতিনিধি:

উখিয়া উপজেলার আসন্ন ইউপি নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী প্রার্থীরা নির্বাচনী মাঠ ছেড়ে ঢাকায় অবস্থান করছে। দলীয় মনোনয়নে নৌকা মার্কা নিশ্চিত করার জন্য শেষ মহুর্তে লবিং করতে প্রার্থীরা ঢাকায় চলে গেছে।

জানা যায়, বর্তমান সরকার স্থানীয় নির্বাচন দলীয় প্রতীকে করায় প্রার্থীরা এখন মহা বে-কায়দায়। ভোটারদের সমর্থনের চেয়ে প্রার্থীদের বেশি ধর্ণা দিতে হচ্ছে। জেলা ও উপজেলার আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদকের নিকট। তাদের আর্শিবাদ নেওয়ার জন্য রাত দিন তাদের বাসা বাড়ীতে একাধিকবার হাজিরা দেয় সম্ভাব্য আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীরা।

দলীয় সূত্রে জানা যায়, উখিয়া উপজেলার ৫টি ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী প্রার্থীর সংখ্যা ২০ জনের অধিক। তৎ মধ্যে ১নং জালিয়াপালং ইউনিয়নে, সাবেক চেয়ারম্যান এসএম ছৈয়দ আলম, এ্যাড. রুহুল আমিন চৌধুরী রাসেল, ২নং রত্নাপালং ইউনিয়নে আবুল মনসুর চৌধুরী, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক তাসহিদ চৌধুরী ছোটন, ছৈয়দ মোহাম্মদ নোমান, ৩নং হলদিয়াপালং ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান কামাল উদ্দিন মিন্টু, ইমরুল কায়েস চৌধুরী, অধ্যক্ষ শাহ আলম, আমিনুল হক আমিন ও গিয়াস উদ্দিন চৌধুরী, ৪নং রাজাপালং ইউনিয়ন বর্তমান চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, ৫নং পালংখালী ইউনিয়নে শাহাদত হোসেন জুয়েল ও আলী আহমদ।

আওয়ামী লীগ নেতাদের সাথে কথা বলে নিশ্চিত হওয়া গেছে, গত রবিবার উখিয়ার ৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশীদের সংক্ষিপ্ত একটি তালিকা জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. সিরাজুল মোস্তফা ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যানের স্বাক্ষরিত সুপারিশ কেন্দ্রীয় নির্বাচনী বোর্ডে প্রেরণ করা হয়েছে।

এ খবর চার দিকে চাওর হলে সম্ভাব্য আওয়ামী লীগের প্রার্থীরা ঢাকার মিশন শুরু করে। গত রবিবার ও গতকাল সোমবার কক্সবাজার হতে বিমান যোগে ঢাকায় পাড়ি জমিয়েছে এক ডজন আওয়ামী লীগের প্রভাবশালী প্রার্থী। ঢাকায় গিয়ে প্রার্থীরা লবিং করার জন্য ব্যস্ত সময় পার করছে বলে জানা গেছে।

Exit mobile version