parbattanews

উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে আগুন, পুড়ে গেছে অর্ধশত ঘর, আহত ১৫

বিশেষ প্রতিনিধি, কক্সবাজার:

উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বুধবার (২৪ এপ্রিল) দুপুর ১২টার দিকে কুতুপালং লম্বা শিয়া এলাকার তুর্কীর পাহাড় খ্যাত ৫নং ক্যাম্পে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুনে একটি মসজিদসহ অর্ধশত রোহিঙ্গাদের ঘর ভষ্মীভূত হয়। এসময় ১০-১৫ জন রোহিঙ্গা নারী ও শিশু আহত হয়েছে বলে জানা গেছে।

উখিয়া থেকে ফায়ার ব্রিগেডের গাড়ি গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গ্যাস সিলিন্ডারে আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব না হলে গোটা রোহিঙ্গা ক্যাম্পে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল বলেও জানান ফায়ার সার্ভিস কর্মকর্তারা।

Exit mobile version