parbattanews

উখিয়ার পালংখালীতে ইয়াবা ব্যবসায়ীর হুমকিতে নিরাপত্তাহীনতায় এলাকাবাসি

উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের আঞ্জুমানপাড়া এলাকার চিহ্নিত ইয়াবা ব্যবসায়ীর হুমকিতে নিরাপত্তাহীনতায় রয়েছে এলাকাবাসি। এ ঘটনায় অনেকে থানায় অভিযোগ করেছে বলে জানা গেছে।

স্থানীয় এলাকাবাসির অভিযোগের সূত্রে জানা গেছে, সম্প্রতি ইয়াবা নিয়ে পালংখালী ইউনিয়নে বেশ কিছু ঘটনা ঘটেছে। বিশেষ করে বিজিবি’র সাথে ইয়াবা কারবারিদের ঘটনার পর থেকে কিছু সময় ইয়াবা ব্যবসায়ীরা গা’ঢাকা দিলেও বর্তমানে পুরোদমে ইয়াবা ব্যবসা করে যাচ্ছে। তাদের বিরুদ্ধে কেউ কিছু বললে কথায় কথায় ইয়াবা দিয়ে উল্টো চালান দেওয়ার হুমকি প্রদর্শন করে থাকে।

গত ২২ সেপ্টেম্বর কক্সবাজার বিমান বন্দর থেকে ইয়াবা নিয়ে আটক হন পালংখালীর আঞ্জুমানপাড়া ৯নং ওয়ার্ডের বাসিন্দা কলিম উল্লাহর ছেলে আবুল খাইর(২৬)। কিন্তু এই ঘটনার জের ধরে তার ভাই আবু তাহের (২৬) ও  আবু বক্কর (১৯) স্থানীয় লোকজনকে হুমকি-ধমকি দিয়ে আসছে। এনিয়ে নিরহ লোকজন চরম নিরাপত্তাহীনতায় রয়েছে বলে জানিয়েছেন।

এ ব্যাপারে জানতে চাইলে উখিয়া থানার অফিসার ইনচার্জ মো. আবুল মনসুর জানায়, বিষয় খতিয়ে দেখা হচ্ছে। এ ধরনের ঘটনা যদি ঘটে থাকে তাহলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Exit mobile version