parbattanews

উখিয়ার বালুখালীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত স্থানীয় ও রোহিঙ্গাদের মানবিক সহায়তা প্রদান 

উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত স্থানীয় ও রোহিঙ্গা জনগোষ্ঠির মাঝে মানবিক সহায়তা সামগ্রী বিতরণ করেছে এনজিও সুশীলন।

মঙ্গলবার (১২ এপ্রিল) দুপুর ১টায় উখিয়ার বালুখালী কাশেমিয়া উচ্চ বিদ্যালয়ে এসব সামগ্রী বিতরণ করা হয়। এতে ১৫ ধরনের মালামাল রয়েছে।

এনজিও সুশীলনের কমিউনিকেশন এন্ড ক্যাপাসিটি ডেভেলপমেন্ট অফিসার সুমনা সারাহ ভূঁইয়া বলেন, মানবিক সহায়তা সামগ্রী বিতরণের পাশাপাশি ক্ষতিগ্রস্ত স্থানীয়দের জীবন-মানোন্নয়নে দক্ষতা বৃদ্ধির পরিকল্পনা রয়েছে এনজিও সুশীলনের। এছাড়াও ক্ষতিগ্রস্তদের পাশে থেকে ভবিষ্যতেও মানবিক সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন তিনি।

এসময় পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী, এনজিও সুশীলনের সহকারি পরিচালক, মো. আব্দুল আলিম, প্রোগ্রাম অফিসার সাদিয়া রহমান, প্রকল্প সমন্বয়কারী মো. এবাদুল ইসলাম, সাবেক ইউপি সদস্য রাজা মিয়া উপস্থিত ছিলেন।

Exit mobile version