উখিয়ার মনির মেম্বারসহ ১১জনের দুই বছরের সাজা

fec-image

কক্সবাজারের উখিয়ার মনির মেম্বারসহ ১১ জনের ২ বৎসর করে সাজা দিয়েছে আদালত। মঙ্গলবার (১২ জানুয়ারি) দুপুরে কক্সবাজার দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক দেলোয়ার হোসেন এ সাজা দেন।

যার মামলা নং ৯/২০১৯। সাজাপ্রাপ্ত ১নং আসামি মনির পলাতক থাকায় ৯জনকে জেল হাজতে প্রেরণ করে এবং অপর একজনের সমন জারি করা হয়।

মনিরুল আলম মনির জালিয়াপালং ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য এবং দক্ষিণ পাইন্যাশিয়া গ্রামের মৃত এরশাদুর রহমানের ছেলে।

১১ জনকে সাজা দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবি এডভোকেট আব্দুল মান্নান।

তিনি বলেন, আদালতের আদেশ আছে এবং মানুষের বাড়িঘর ভাঙচুর করেছে মর্মে তাদের বিরুদ্ধে এই মামলার প্রেক্ষিতে এ সাজা হয়। তৎমধ্যে ৯জনকে জেল হাজতে প্রেরণ করা হয়। একজন পলাতক রয়েছে এবং একজনের সমন ইস্যু করেছে।

ঘটনার বিষয়ে খুনিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মাবুদ বলেন, ২০১৯ সালে রামু’র খুনিয়াপালং ইউনিয়নে একটি ঘটনাকে কেন্দ্র করে জালিয়াপালংয়ের মনির মেম্বার ও দালাল রশিদসহ আরও ১১জনের সাজা হয়েছে এমনটি শুনেছি।

উল্লেখ্য, মনির মেম্বার চট্টগ্রামের কোতোয়ালি থানার মামলা নম্বর ৬০ (৮) ১৩ ও জিআর ৫১০/১৩ ইয়াবা মামলার চার্জশিটভূক্ত ১নং আসামি হয়ে ৯ মাস জেল কাটেন এবং বর্তমানে বিচারাধীন আছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আদালত, কক্সবাজার
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন