উখিয়ার মরিচ্যা বাজারে আগুন: পুড়ে গেছে ছনের গুদাম ও ওয়ার্কশপ

উখিয়ার মরিচ্যা ছন বাজারে ভয়াবহ আগুনে পুড়ে গেছে একটি ছনের গুদাম ও একটি ওয়ার্কশপ। এতে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করেছেন প্রত্যক্ষদর্শীরা।
রোববার (২১ মার্চ) রাত ৮টার দিকে এই আগুনের ঘটনাটি ঘটে৷ রাত ১১টার দিকেও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, পথচারীর সিগারেটের আগুন থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয় বলে ধারণা করলেও তারা সঠিক কারণ বলতে পারছেন না। তাৎক্ষণিক উখিয়া ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সহকারি কমিশনার (ভূমি) আমিমুল এহসান খান।
ইউপি সদস্য মনজুর আলম বলেন, আগুনে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এ বিষয়ে উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার এমদাদুল হক জানান, রাত ১১টা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। তাই এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ সঠিক করে বলা যাচ্ছেনা।