উখিয়ার রাজাপালং ইউপির ৯ নং ওয়ার্ডের উপ-নির্বাচন সম্পন্ন : হেলাল মেম্বার নির্বাচিত


কক্সবাজারের উখিয়ার রাজাপালং ইউপির ৯ নং ওয়ার্ডের উপ-নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু পরিবেশে সম্পন্ন হয়েছে।
তফসিল মতে মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে একটানা বিকেল ৫ টা পর্যন্ত চলে। উখিয়া উপজেলা প্রশাসনের কঠোর নিরাপত্তা ব্যবস্থায় দুটি কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়। উক্ত ওয়ার্ডের ভোটার সংখ্যা ছিল ৪ হাজার, ৪ শত ৫০ জন। তৎমধ্যে সাড়ে তিনহাজার ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন।
৮ জন প্রার্থী মনোনয়ন জমা দিলেও ভোটের মাঠে ছিল মুলত ৪ জন প্রার্থী। ভোটের ফলাফলে হেলাল উদ্দিন (মোরগ) প্রতীকে ২০৯৮ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধি নুরুল হক খান আপেল প্রতীকে পান ৯০৮ ভোট। উপজেলা নির্বাচন কর্মকর্তা ইরফান উদ্দিন ভোটের ফলাফল নিশ্চিত করেছেন।
ঘটনাপ্রবাহ: ইউপি, উখিয়া, উপ-নির্বাচন
Facebook Comment