parbattanews

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ছুরিকাঘাতে কমিউনিটি নেতা খুন

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আবারও হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এবার দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হয়েছেন এক কমিউনিটি নেতা বা মাঝি। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।

নিহত এবাদুল্লাহ (৩০) ১ নম্বর ওয়েস্ট রোহিঙ্গা ক্যাম্পের এ/৯ ব্লকের সাব-মাঝির (কমিউনিটির নেতার সহকারী) দায়িত্বে ছিলেন।

প্রত্যক্ষদর্শীর বরাতে জানা গেছে, একদল দুর্বৃত্ত এবাদুল্লাহকে তুলে নিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাঁকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক রোহিঙ্গা মাঝি জানান, এবাদুল্লাহর সঙ্গে একটি সন্ত্রাসী গ্রুপের বিরোধ ছিল। অপরাধ কর্মকাণ্ডে বাধা দেওয়ায় ক্ষিপ্ত সন্ত্রাসীরা পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে।

বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অপরাধীদের ধরতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চলছে।

পুলিশের তথ্য অনুযায়ী, এ ঘটনাসহ গত দুই মাসে রোহিঙ্গা ক্যাম্পে ২৭টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

নিউজটি ভিডিওতে দেখুন:

দুর্বৃত্তের ছুরিকাঘাতে রোহিঙ্গা নেতা খুন

Exit mobile version