উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে মা-মেয়ে নিহত


কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ভারী বর্ষণে পাহাড় ধসে মা মেয়ে নিহত হয়েছে।
সোমবার (৭ আগস্ট), বিকাল সাড়ে ৫টার দিকে উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী ৯ নং রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। নিহতরা হলো, উখিয়ার বালুখালী ৯ নম্বর ক্যাম্পের এ/৬ ব্লকের আনোয়ার ইসলামের স্ত্রী জান্নাত আরা (২৮) ও শিশু কন্যা মাহিম (২)।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, অব্যাহত বৃষ্টির কারণে আনোয়ারের ঘরের উপর পাহাড় ধসে পড়লে এসময় মাটি চাপা পড়ে ঘরে থাকা তাঁর স্ত্রী ও সন্তান।
পরে, স্থানীয় রোহিঙ্গারা খবর দিলে ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিস গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করেন, ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার মো. আমির জাফর, (বিপিএম)।
তিনি বলেন, অব্যাহত বর্ষণে পাহাড় ধসে রোহিঙ্গা ক্যাম্পে নিহত মা-মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে, সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”
তিনি আরও জানান, কয়েকটি ক্যাম্প প্লাবিত হলেও এটি ছাড়া এখন পর্যন্ত আর কোন হতাহতের ঘটনা ঘটেনি।