উখিয়ার শীর্ষ ইয়াবা কারবারী দেশি মদসহ আটক


প্রতীকী ছবি
উখিয়ার সীমান্ত ও রোহিঙ্গা ক্যাম্প ভিত্তিক ইয়াবা ব্যবসায়ীদের গডফাদার কুতুপালং গ্রামের রশিদ আহম্মদের ছেলে আলী আকবরকে দেশি মদসহ আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকালে উখিয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে কুতুপালং এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মদসহ তাকে আটক করতে সক্ষম হয়।
জানা গেছে, তার সাথে সীমান্ত এবং রোহিঙ্গা ক্যাম্প এলাকার শীর্ষ গডফাদারের সাথে সখ্যতা রয়েছে বলে সূত্রে নিশ্চিত করেছে৷
উখিয়া থানার অফিসার ইনচার্জ আহাম্মদ স›জুর মোরশেদ বলেন, পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দেশি মদসহ তাকে আটক করা হয়েছে৷ তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজুর প্রস্তুতি চলছে বলেও তিনি জানিয়েছেন।
ঘটনাপ্রবাহ: আটক, ইয়াবা কারবারী, উখিয়ার
Facebook Comment